Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে মাতৃভাষা দিবস পালিত 

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৫ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৬ PM

bdmorning Image Preview


নড়াইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে দানবীর ফাজেল মোল্যা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসক আনজুমান আরার নেতৃত্বে জেলা প্রশাসন শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এরপর সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরফুদ্দিন আহাম্মেদসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, বাংলাদেশের ওয়াকার্স পার্টি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জাতীয় সমাজতন্ত্রিক দল-জাসদ, জাতীয় পার্টি, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাসরে নেতৃত্বে পৌর পরিষদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সিভিল সার্জন ডা: আসাদ-উজ-জামান মন্সী, গণপুর্ত বিভাগ, নড়াইল সদর উপজেলার নির্বাহী অফিসার সালমা সেলিমের নেতৃত্বে উপজেলা পরিষদ, আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিকের নেতৃত্বে শিক্ষকবৃন্দ, সম্মিলত সাংস্কৃতিক জোট, চিত্রা থিয়েটার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা শিল্পকলা একাডেমি, আওয়ামী শ্রমিকলীগ, যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ, শুভেচ্ছা ক্লাব, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমুহ।

একুশে ফেব্রুয়ারি শুক্রবার সূর্য ডোবার সাথে সাথেই নড়াইল ভিক্টোরিয়া কলেজ কুড়িডোব মাঠে প্রতিবারের ন্যায় এবারও মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদেরকে স্মরণ করে এক লক্ষ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। 
 

Bootstrap Image Preview