Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় নন-এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন

শামীম খান, মাগুরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৭ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৮ PM

bdmorning Image Preview


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এমপিওভুক্তের দাবিতে শিক্ষক-কর্মচারী ফেডারেশন মাগুরা জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন করেছে স্থানীয় নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে আব্দুর রহিম মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম, বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পল্লব কুমার দে, দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শামীম আরা লিনাসহ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দরা।

মানববন্ধন শেষে ফেডারেশনের নেতৃবৃন্দ মাগুরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধনে বক্তরা জানান, মাগুরা জেলায় মোট ৮৩টি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ১৫ থেকে ২০ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছে। একারণে চলমান অর্থবছরে অবিলম্বে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির দাবি জানান তারা।   


 

Bootstrap Image Preview