Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিদ্যুতায়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৯ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪২ PM

bdmorning Image Preview


স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী  মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী গত ১০ বছরে বহু কর্মসূচি বাস্তবায়ন করেছেন। বিদ্যুতায়ন, সুপেয় পানি সরবরাহ, যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে সারা বাংলাদেশের সর্বত্রই এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নড়াইলের কালনা ফেরীঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

নড়াইলের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, নড়াইলের কৃতি সন্তান ক্রিকেটার  মাশরাফি বিন মর্তুজা আমার সাথে দেখা করে ব্যক্তিগতভাবে কথা বলেছে। নড়াইলের উন্নয়নের ব্যাপারেও গুরুত্বের সহিত বিবেচনা করা হবে। আশা করি সারা বাংলাদেশ যেমন উন্নত হবে, নড়াইল তার থেকে বিচ্ছিন্ন থাকবে না।

এর আগে তিনি বিমানযোগে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে তিনি সড়ক পথে নড়াইল হয়ে কালনাঘাট হয়ে গোপালগঞ্জে যান।

কালনাঘাটে পৌঁছালে মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ও এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আবুল কালাম  আজাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সোমদ্দার, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী  এ.কে ফজলুল হক, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, লোহাগড়া উপজেলা সহকারী প্রকৌশলী অজিত মজুমদার, এলজিইডি নড়াইলের উপ-প্রকৌশলী মোঃ মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাবৃন্দ।

এলজিআরডি মন্ত্রী টুঙ্গীপাড়ায় পৌঁছানোর পর বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন। পরে এলজিইডির বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন এবং মতবিনিময় সভায় মিলিত হন।  

Bootstrap Image Preview