Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভারত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করেছে: পাঞ্জাবের মন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫২ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫২ PM

bdmorning Image Preview


কাশ্মীরে ভারত অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পাঞ্জাবের পরিবহন মন্ত্রী মুহাম্মদ জাহানজেব খান খিচি।

খিচি বলেন, 'ভারতীয় সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে এবং আমাদের ভাই ও বোনদের হত্যা করছে।'

তুরস্কের রক্ষণশীল পত্রিকা ইয়েনি সাফাককে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিশ্বকে এই পরিস্থিতি স্বীকার করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, 'কাশ্মীরের মানুষদের নিজেদের সিদ্ধান্ত নেয়ার অধিকার দেয়া উচিৎ।

খিচি বলেন, জাতিসংঘের অধীনে এই পরিস্থিতির সমাধান হবে এবং সারা বিশ্বের মুসলিমরা কাশ্মীরিদের সমর্থন করবে বলে তিনি আশাবাদী। কাশ্মীরিদের সাহায্য করা সমগ্র মুসলিম বিশ্বের দায়িত্ব

ভারত ও পাকিস্তান উভয়ই মুসলিমপ্রধান কাশ্মীর এবং জম্মু ও কাশ্মীরের পুরোটাই তাদের বলে দাবি করে। কিন্তু নিয়ন্ত্রণ করে এর অংশবিশেষ।

১৯৪৭ সালে দেশভাগের পর থেকে এই দুই দেশ ১৯৪৮, ১৯৬৫ ও ১৯৭১ সালে তিনটি যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যে দুটি ছিল কাশ্মীরকে ঘিরে।

এ ছাড়া ১৯৮৪ সাল থেকে উত্তর কাশ্মীরের সিয়াচেন হিমবাহে বিভিন্ন সময়ে সংঘর্ষে জড়িয়েছে তারা। সেখানে ২০০৩ সালে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে।

কয়েকটি মানবাধিকার সংগঠন বলছে, ওই অঞ্চলে ১৯৮৯ সাল থেকে সংঘর্ষে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।

Bootstrap Image Preview