Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

২০২৩ সালের মধ্যে দেশে চালু হবে ৫জি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৩ AM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৩ AM

bdmorning Image Preview


২০২৩ সালের মধ্যেই দেশে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা-ফাইভ জি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির বৈশ্বিক গন্তব্য হিসেবে তুলে ধরতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী।

তিনি দাবি করেন, প্রান্তিক জনগোষ্ঠী যাতে সহজে প্রযুক্তিপণ্য পায় সেজন্য এ খাতে শুল্ক ছাড়সহ নানা আর্থিক সুবিধা দিচ্ছে সরকার।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, আবিষ্কারের ৩২৪ বছর পর আমরা মুদ্রণ যন্ত্র ব্যবহার শুরু করি। কিন্তু প্রযুক্তি ব্যবহারে আমরা আর পিছিয়ে থাকব না। আমাদের সিদ্ধান্ত হলো, ২০২১-২০২৩ সালের মধ্যেই দেশে ফাইভ জি সেবা চালু করব। সম্ভবত বিশ্বের অনেক উন্নত দেশও এই সময়ের মধ্যে ফাইভ জি চালু করতে সক্ষম হবে না।

Bootstrap Image Preview