Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশি ভুট্টার প্রশংসা করলেন মার্কিন রাষ্ট্রদূত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৮ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশে উৎপাদিত ভুট্টা বিশ্বমানের। আমেরিকা ও বাংলাদেশের পার্টনারশিপের মাধ্যমে বিশ্বমানের এই ভুট্টার উৎপাদন আরো বাড়াতে হবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কার্ল রবার্ট মিলার।

আজ মঙ্গলবার(১২ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামে কৃষকদের ভুট্টা ক্ষেত পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

এসময় তিনি আরো বলেন, আমেরিকা ও বাংলাদেশের জোরদার অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যার প্রধান মাধ্যম হচ্ছে কৃষি।

মতবিনিময় কালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমেরিকা কঠোর পরিশ্রমের মাধ্যমে কৃষির উন্নয়ন করছে। আর বাংলাদেশের কৃষকরাও যথেষ্ট পরিশ্রমী। তারাও তাদের শ্রম দিয়ে কৃষির আরো উন্নয়ন ঘটাবে ভবিষ্যতে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের সাথে আরো সহযোগিতায় এগিয়ে আসবে আমেরিকা। এতে করে দেশে কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে। চাষিরা ফসলের ভালো দাম পেয়ে তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবে।

এ সময় ইউএসএআইডি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জেইনা সালাহী, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview