Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতে কোয়াটারের প্রথম লেগে মুখোমুখি পিএসজি-ম্যানইউ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৮ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৮ PM

bdmorning Image Preview


মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো পর্বে প্যারিস সেন্ট জার্মেই বিরুদ্ধে মাঠে নামছে ম্যাঞ্চেটার ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু। 

ম্যানইউয়ে ঘরের মাঠে আজ বড় পরীক্ষায় দিতে হবে পিএসজিকে। কারণ তাদের শিবিরে সেরা দুই স্টাইকার নেইমার ও কাভানিকে আজকের ম্যাচে পাচ্ছে না তারা। এই দুব  তারকার অনুপন্থিতিকে পিএসজির শক্তি এক ধাক্কায় কমে গিয়েছে অনেকখানি। যা দেখে ‘রেড ডেভিলস’ ভক্তরা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন।

তবে আজকের ম্যাচে ‘রেড ডেভিলস’ ভক্তরা জয়ের আশায় বুধ বাঁধবেন নাই কেনো। হোসে মরিনহোর বিদায়ের পর ম্যানইউকে যেন চেনাই যাচ্ছ না। নতুন কোচ ওয়ে গুন্নার সোলসারের হাত ধরে ওল্ড ট্র্যাফোর্ডে বইছে খুশির হাওয়া। তার অধিনে ১১টি ম্যাচের ১০টি জয় পেয়েছে তারা। আর অন্যটিকে ড্র করে। এমন পারফরম্যান্সের সাথে ঘরের মাঠে দূর্বল পিএসজির বিপক্ষে সব দিক থেকেই এগিয়ে আছে তারা। 

অন্যদিকে ইনজুরি ছিটকে যাওয়া নেইমার ও কাভানির অভাব কিছুতেই ঘোচাতে পারবে না পিএসজি। তবে পিএসজির জন্য সুসংবাদ হল তাদের মিডফিল্ডার মার্কো ভারেত্তি ইনজুরি কাটিয়ে ফিরছেন এই ম্যাচে।

মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে আরও এক জন নতুন পরীক্ষা দিতে চলেছেন। তিনি আঙ্খেল দি মারিয়া। পাঁচ বছর আগে তিনি এই ক্লাবে খেলতে এসেছিলেন। কিন্তু সেই সময়ের ম্যানেজার লুইস ফান হালের সঙ্গে তিক্ততার কারণে এক মরসুম পরেই চলে গিয়েছিলেন প্যারিসে। দি মারিয়া বলেছেন, ‘‘ক্লাবকর্তারাও পর্যাপ্ত সময় দেননি আমাকে।’’ তবে কি অপমানের জবাব দিতে চান তিনি? দি মারিয়া বলেছেন, ‘‘সেরা ফুটবল খেলতে চাই। এই ম্যাচের গুরুত্ব কী, সেটা খুব 

Bootstrap Image Preview