Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগুয়েরোর হ্যাটট্রিকে ৬ গোলে বিধ্বস্ত চেলসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৬ AM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৬ AM

bdmorning Image Preview


ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের প্রথম দেখায় চেলসির মাঠে ২-০ গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটি। লিগে সেটিই ছিলো ম্যানসিটির প্রথম হার। এবার নিজেদের মাঠে চেলসিকে ৬-০ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো পেপ গার্দিওলার দল। অন্যদিকে ১৯৯১ সালে নটিংহাম ফরেস্টের কাছে ৭-০ গোলে হারের পর চেলসির সবচেয়ে বড় পরাজয় এটিই।

রবিবার এতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটি চেলসির বিরুদ্ধে ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণের যে ঢেউ তুলেছিলেন আগুয়েরোরা, তার সামনে সামান্য প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা ছিল না চেলসির। চার মিনিটেই দলকে এগিয়ে দেন রাহিম স্টার্লিং তার পরে আর চেলসিকে খুঁজে পাওয়া যায়নি। ১৩ এবং ১৯ মিনিটে জোড়া গোল আগুয়েরোর। ২৫ মিনিটে ব্যবধান আরো বাড়ান গুন্ডগন। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৪-০ ব্যবধান নিয়েই বিরতীতে যায় ম্যানসিটি। 

বিরতি থেকে ফিরে কাঙ্ক্ষিত হ্যাটট্রিকের দেখা পার আগুয়েরো। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি গোল করে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এর আগে আর্সেনালের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এতে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক অ্যালান শিয়েরারের রেকর্ড (১১) স্পর্শ করলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

ম্যাচের ৮০তম মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন পল স্টারলিং। এদিন ম্যান সিটিকে পাল্টা চাপে রাখতে রবিবারের ম্যাচে চেলসি ম্যানেজার সাররি প্রথম একাদশে রেখেছিলেন গঞ্জালো হিগুয়াইনকে। কিন্তু ম্যাচে তিনি অসহায় দৃষ্টিতে দেখলেন আর্জেন্টিনা জাতীয় দলে তাঁরই সতীর্থ আগুয়েরোর হুঙ্কার।

পরিসংখ্যান বলছে, রবিবারের ম্যাচে ম্যান সিটির বল দখল ছিল ৫২ শতাংশ। পুরো ম্যাচে আগুয়েরোরা নিজেদের মধ্যে খেলেছেন ৪৮৩ পাস। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ম্যান সিটি শট নিয়েছে ১১টি। তার মধ্যে গোল পাঁচটি। ম্যাচের পর গুয়ার্দিওলা বলেছেন, ‘‘সুন্দর ফুটবল উপহার দিতে আমরা দায়বদ্ধ। আগুয়েরোরা সেটাই করেছে।’’

এ জয়ে ফের শীর্ষে ফিরলো ম্যানচেস্টার সিটি। ২৭ ম্যাচ খেলে ৬৫ পয়েন্ট সিটির। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে পরে দ্বিতীয় স্থানে নেমে গেছে  লিভারপুল। আর ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান তালিকার ছয় নম্বরে।

Bootstrap Image Preview