Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি'তে ৬ দফা দাবিতে কর্মবিরতি পালিত

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০২ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০২ PM

bdmorning Image Preview


বেতন বৃদ্ধিসহ নানা বৈষম্যের প্রতিবাদে শিল্প প্রতিষ্ঠান পিএইচপিতে শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে। ৬ দফা দাবিতে সীতাকুণ্ডে পিএইচপি’র শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে।

রবিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার কুমিরা এলাকার পিএইচপি ফ্যাক্টরির সামনে সকাল ৬টা থেকে বেলা ১১ টা পর্যন্ত উক্ত কর্মবিরতি পালন করে। এসময় কারখানার কাজ বন্ধ রেখে কয়েক'শ শ্রমিক কর্মবিরতিতে অংশ নেয়।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- যাদের চাকরির মেয়াদ ১০ বছরের নিচে তাদের প্রত্যেক শ্রমিককে ৪ হাজার টাকা বেতন বাড়ানো, নতুন যোগদানের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন ৭৫০০ টাকা নির্ধারন করা, যথা সময়ে কর্মস্থল ত্যাগের সুযোগ দেওয়া, স্থানীয়দের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানে অগ্রাধিকার দেয়া, দূরবর্তী শ্রমিকদের যাতায়াতের সুবিধার্থে পরিবহনের ব্যবস্থা করা এবং দাবি আদায়কারী কোন শ্রমিককে অন্যায়ভাবে ছাটাই করা যাবে না। 

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল মালিক কর্তৃপক্ষের কাছে। কয়েকবার আশ্বাস দিলেও মালিক পক্ষ তাদের দাবি মেনে নিচ্ছেন না। বছরে একজন শ্রমিকের বেতন বাড়ে মাত্র ১৫০ টাকা থেকে ১৭৫ টাকা।

আশরাফুল নামে একজন শ্রমিক বলেন, পিএইচপি'র মালিক সুফি মিজানুর রহমান একজন দানবীর ব্যক্তি হিসেবে পরিচিত অথচ তার ফ্যাক্টরীগুলোতে শ্রমিকরা নির্যাতিত। শ্রমিকদেরকে শোষণ করছেন।

এদিকে শ্রমিক অসন্তোষের খবর পেয়ে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানার পুলিশ কারখানা প্রাঙ্গনে আসেন। কর্মবিরতি চলাকালে শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন, মোবারক হোসেন সুজন, জাবেদ হোসেন, ইলিয়াছ সানি, মোঃ সিরাজুল ইসলাম, সেলিম উদ্দিন, আলাউদ্দিন, সুজাউদ্দিন সুমন, মোঃ দিদার প্রমূখ।

এসময় মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন আগামী ১মাসের মধ্যে মালিক পক্ষের সাথে আলোচনা করে বিভিন্ন দাবিসমূহ মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগদান করে।

 

Bootstrap Image Preview