Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আজকের এল ক্লাসিকোয় মেসিকে রেখেই দল ঘোষণা করল বার্সা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৬ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৬ PM

bdmorning Image Preview


বুধবার ক্যাম্প ন্যু-তে কোপা দেল রে-র সেমিফাইনাল প্রথম লেগে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ন্যূ ক্যাম্পে মুখোমুখি হবে ক্লাব পর্যায়ের শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী দল।

গতবছর সবশেষ এল ক্লাসিকোতে ইনজুরির কারণে স্কোয়াডে ছিলেন না বার্সেলোনা লিওনেল মেসি। এদিকে স্পেন ত্যাগ করে  জুভেন্টাসে যাওয়ায় লম্বা সময় পর প্রথমবারের মতো মেসি ও রোনালদো ছাড়াই এল ক্লাসিকো দেখেছিল ফুটবল বিশ্ব। এই ম্যাচে মেসির অনুপস্থিতি সত্বেও রিয়ালকে ৫-১ গোলে বিদ্ধস্থ করেছিলে বার্সা। 

এদিকে কোপা দেল রে-র প্রথম লেগে আবারো দুই ফুটবল তারকা ছাড়াই এল ক্লাসিকো দেখতে পারে ফু্টবল ভক্তরা। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করা  বার্সার প্রাণ ভোমড়া মেসি পড়েছিলেন ইনজুরিতে। যদিও কিছু সয়ম চিকিৎসা নিয়ে ম্যাচের শেষ পর‌্যন্ত খেলেছিলেন মেসি। তবে সে সময় মেসিকে দেখা যায় আগের মতো প্রাণবন্ত অবস্থায়। 

এদিকে সোমবার অনুশীলনে ছিলেন না মেসি। তবে মঙ্গলবার অবশ্য তাঁকে প্র্যাক্টিসে নামতে দেখা যায়। যদিও ইনজুরির আক্রান্ত দলের প্রাণ ভোমরাকে ১৮ জনের স্কোয়াড়ে রেখেছেন বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে।

এদিকে আজকের ম্যাচে যদি মেসি অনুপস্থিত থাকেন তাহলে স্প্যানিশ তারকা সার্জিও বুসকেটস পালন করবেন বার্সার অধিনায়কত্বের দায়িত্ব। আর নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসের নেতৃত্বেই নামবে মাদ্রিদের দলটি।

এ পর্যন্ত ২৩৮টি এল ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ৯৫টি ম্যাচে রিয়াল মাদ্রিদ ও ৯৩টি ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। বাকি ৫০টি ম্যাচ হয়েছে ড্র। 

বার্সেলোনা স্কোয়াড

টের স্টেগান, ইনাকি পিনা, নেলসন সেমেডো, জেরার্ড পিকে, ক্লেমেন্ত লংলে, জেইসন মরিলো, জর্দি আলবা, সার্জিও রবার্তো, থমাস ভারমালেন, ইভান রাকিটিচ, সার্জিও বুসকেটস, ফিলিপ কৌতিনহো, আর্থুর মেলো, কার্লস এলেনা, আর্তুরো ভিদাল, লুইস সুয়ারেজ, লিওনেল মেসি, ম্যালকম এবং কেভিন প্রিন্স বোয়েটাং।

Bootstrap Image Preview