Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সিরির সঙ্গে মজা করে গ্রেফতার ১৩ বছরের কিশোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৬ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের ১৩ বছরের এক কিশোর পুলিশের হাতে আটক হয়েছে। তার অপরাধ, আইন বিরোধী কথাবার্তা সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।

সম্প্রতি অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিকে সে বলে, আমি একটি স্কুলে গিয়ে বন্দুক হামলা চালাবো। সিরি কিছুটা দ্বিধান্বিত হয়ে তাকে ওই এলাকার সব কটি স্কুলের তালিকা দিতে শুরু করে।

সিরির এই বোকামি দেখে কিশোরটি বেশ মজা পায়। এরপরে তার ও সিরির কথোপকথনের একটি স্ক্রিনশট দিয়ে দেয় সোশ্যাল মিডিয়াতে। ব্যস, আর যায় কোথায়? এক ছেলে এই পোস্ট দেখে খবর দেয় পুলিশে।

এরপর গ্রেফতার করা হয় ১৩ বছরের ওই কিশোরকে। বর্তমানে তার জায়গা হয়েছে একটি আটক কেন্দ্রে।

তবে স্কুলে হামলা চালানোর কথাটি যে আদৌ ভেবে চিন্তে বলা হয়নি, মজার ছলে বলা হয়েছে তা আইন শৃঙ্খলা বাহিনীও মানছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, হুমকিটা বিশ্বাসযোগ্য নয়। তবে এ ধরণের কথোপকথন পুলিশ বাহিনী খুব গুরুত্বের সঙ্গে নিয়ে থাকে।

পুলিশের এই বিবৃতির সারমর্ম হলো, মজার ছলে হলেও কখনোও যা ইচ্ছা তাই বলা ঠিক না। আর যদি বলেও ফেলেন তবে তা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা উচিত না।

Bootstrap Image Preview