Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফটিকছড়িতে হাত-পা ও মুখ বাঁধা ব্যবসায়ীর লাশ উদ্ধার

মনজুর হোসেন, ফটিকছড়ি প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৯ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৭ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের ফটিকছড়িতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দুলাল (৪০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার পশ্চিম কাঞ্চননগর চেঙ্গরপুলের উত্তর-পুর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত দুলাল উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের হাছি মিয়া টিলার মৃত গুরা মিয়ার পুত্র। তিনি পেশায় একজন ডেকোরেটর ব্যবসায়ী। 

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় হেলাল নামে এক কৃষক মাঠে কাজ করতে গেলে বিলের এক পাশে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি দেখতে পায়। পরে খবর পেয়ে নিহতের পরিবার ও ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশের ধারণা মতে, তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হতে পারে। উদ্ধারের সময় লাশটি হাত-পা ও মুখ বাঁধা এবং কপাল থেতলানো ও রক্তাক্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে বেশ কয়েকটি লাঠি পড়ে থাকতে দেখা যায়।

নিহতের পরিবার জানায়, তার সাথে থাকা ২টি মোবাইল ফোন ও ডিস্কভার ১৩৫ মোটরসাইকেলটি পাওয়া যায়নি৷

নিহতের বড় ছেলে মিরাজ জানান, দীর্ঘ ২০ বছর ধরে তার বাবা ডেকোরেশন ব্যবসার সুবাদে ঐ রাস্তা দিয়ে কাঞ্চননগরে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত করে আসছিল। তার বাবার সাথে কারো কোন শত্রুতা নেই। এরপরও যারা তার বাবাকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে একই এলাকায় কাঞ্চননগরের আজম ও জাহাঙ্গীর নামের দুই ব্যক্তিকে ছুরিকাঘাতে মারাত্মক জখম করে ছিনতাইকারীরা। স্থানীয়দের সহায়তায় সেদিন গুরুতর আহত অবস্থায় তারা কোনরকম প্রাণে বেঁচে ফিরে আসেন।

 

 

Bootstrap Image Preview