Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের অপরিণত নেতাদের সঙ্গে সংলাপ নয়: বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৬ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত


যুক্তরাষ্টের নেতারা পরিণত হয়ে ওঠার আগে কোন কোন সংলাপ হবে না বলে জানিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্নায়ুযুদ্ধকালীন পরমাণু ক্ষেপনাস্ত্র চুক্তি বাতিল করার উদ্যোগ নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধকালীন পরমাণু ক্ষেপনাস্ত্র চুক্তিটি বাতিল করে দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র চুক্তিটি বাতিলের চিন্তা-ভাবনা করছে এমন কথা বলার একদিন পর শনিবার চুক্তিটি সরাসরি বাতিল করে দেয়ার ঘোষণা দেন পুতিন।

এর আগে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশ একে অপরের বিরুদ্ধে চুক্তিটি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলো। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়া মেনে না চললে চুক্তিটি বাতিল করে দেবেন তিনি।

পুতিন বলেন, ‘আমাদের মার্কিন বন্ধুরা চুক্তিটি থেকে নিজেদের সরিয়ে নেতার কথা বলছেন। আমরা এখন চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয়ার কথা ঘোষণা করছি।’

স্নায়ুযুদ্ধ চলার সময় রুশ প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভের সঙ্গে পরমাণু চুক্তিটি স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগ্যান।

এই চুক্তিতে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ৫০০ থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিষিদ্ধ করা হয়েছিলো। কিন্তু সাম্প্রতিক সময় চুক্তিটি মেনে চলছে না বলে পরস্পরের ওপর দোষারোপ করতে দেখা যায় ক্রেমলিন ও হোয়াইট হাউজকে।

Bootstrap Image Preview