Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্ধুকে জড়িয়ে ধরায় কিশোরীকে প্রকাশ্যে বেত্রাঘাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১১ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১১ PM

bdmorning Image Preview


পরস্পরকে জড়িয়ে ধরায় দুই কিশোর-কিশোরীকে প্রকাশ্যে বেত্রাঘাত ও কারাদণ্ড দিয়েছে শরীয়াহ আইন কাউন্সিল। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এ বিষয়ে কট্টর শরীয়াহ আইন জারি রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, কলেজ পড়ুয়া ওই দুই শিক্ষার্থী ক্লাস শেষে একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। এর জেরে প্রদেশের শরীয়াহ আইন কাউন্সিল তাদেরকে কয়েক মাসের কারাদণ্ড দেয়। দণ্ড ভোগ করার পর তাদেরকে প্রকাশ্যে বেত্রাঘাতও করা হয়।

বেত্রাঘাত করার জন্য তাদেরকে প্রাদেশিক রাজধানীর এক বড় মসজিদের সামনে স্থাপিত মঞ্চে বসানো হয়। সেখানে উপস্থিত ছিলেন শত শত মানুষ। পরে দু'জনকে ১৭টি করে বেত্রাঘাত করা হয়।

ইন্দোনেশিয়ার কেবল আচেহ প্রদেশে শরীয়াহ আইন প্রচলিত। বেত্রাঘাতের পর বান্দা আচেহর ডেপুটি মেয়র বলেন আচেহ প্রদেশের বাইরের মানুষ লোকজন মনে করে শরীয়াহ আইন নিষ্ঠুর। এ ঘটনায় দেখে তাদের বোঝা উচিত এ আইন অত্যন্ত মানবিক।

বেত্রাঘাতের পর কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ঘটনার শিকার কিশোরীকে। সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করেন উপস্থিত লোকজন।

Bootstrap Image Preview