Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে দুইপক্ষের সংর্ঘষে আহত ১০

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৬ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১০ PM

bdmorning Image Preview


নড়াইলের সিঙ্গাশোলপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এসময় ৬-৭টি মোটরসাইকেল ভাংচুরের ঘটনাও ঘটে।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সিঙ্গাশোলপুর বাজারে এ হামলার ঘটনাটি ঘটে।

এসময় সিঙ্গাশোলপুর গ্রামের ফয়সাল শেখ (১৭), শহীদুল ইসলাম (৩৫), মোঃ খলিল শেখ (৩৫), লিটন শেখ (৩২), রুবেল শেখ (২৬) ও রাশেদ শেখসহ (২০) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উজ্জ্বল শেখের কমপক্ষে ১০ কর্মী-সমর্থক আহত হয়।

এদের মধ্যে গুরুতর আহত শহীদুল ইসলাম ও খলিল শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। 

ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ বলেন, গত ১০ দিন আগে সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খায়রুজ্জামান খায়ের মোল্যার সাথে একটি ঝামেলার সৃষ্টি হলে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম এর মাধ্যমে বিরোধ মিমাংসা হয়।

শুক্রবার রাতে আমি (চেয়ারম্যান উজ্জ্বল শেখ) কয়েকজন কর্মী-সমর্থক সাথে নিয়ে সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাই। এরপর অফিসে জমে থাকা কিছু কাজকর্ম করছিলাম। তখন খবর আসে সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে লোকজন বাজারের দিকে আসছে। খবর শুনে অফিস থেকে বের হওয়ার পরেই আমাকে লক্ষ্য করে হামলা করে। এসময় আমাকে রক্ষা করতে গিয়ে আমার অন্তত ১০ জন কর্মী আহত হয়েছে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াস হোসেন হামলার ঘটনা স্বীকার করে বলেন, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন  তিনি। 

 

 

Bootstrap Image Preview