Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ব্রাজিলে বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১৫, এখনও নিখোঁজ ২৪৮

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১১ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


২৫ জানুয়ারী ব্রাজিলের মিনাস জেরাইস প্রদেশের ব্রুমাদিনহো শহরে একটি বাঁধ ধসে পড়ে। ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। এতে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে অন্তত ২৪৮ জন।

দেশটির উদ্ধার ও জরুরি বিভাগের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

জানা গেছে, ওই বাঁধ ধসের কারণে বহু মানুষ, ভবন ও যানবাহন কাঁদামাটির নিচে চাপা পড়েছে। এখনও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। উদ্ধারকাজে ১২টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ১৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে, ব্রাজিলের খনি কম্পানি ভ্যালের পক্ষ থেকে ওই বাঁধ ধসের কারণ জানানো হয়নি।

Bootstrap Image Preview