Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফ্রান্সে যৌন নির্যাতনের অভিযোগে পুরোহিতের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৯ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


ফ্রান্সে চার নারীকে যৌন নির্যাতনের অভিযোগে আদালত শুক্রবার এক খ্রিষ্টান পুরোহিতকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। ওই নারীদের মধ্যে সে একজনকে নয় বছর বয়স থেকে নির্যাতন করে আসছিল। ওই পাদ্রী এদের একজনকে দেয়ার জন্যে এক লাখ ইউরো আত্মসাৎ করে।

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে কোলমান ফৌজদারি আদালতে রুদ্ধদ্বার কক্ষে এই রায় ঘোষণা করা হয়। শুক্রবার রাতে রায়টি প্রকাশ করা হয়।

তবে তাকে অন্তত দুই বছর জেল খাটতে হবে এবং বাকি জীবন তার ওপর কড়া বিধিনিষেধ আরোপ করা হবে। ওই পাদ্রীর আইনজীবীরা বলেন, সে চিকিৎসা নিচ্ছে।

রায়ে তাকে ওই নারীদের কারো সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে। তাছাড়া শিশুদের সংস্পর্শে যেতেও বারণ করা হয়েছ। এছাড়াও তাকে আলসাস অঞ্চল ত্যাগ করতে বলা হয়েছে। এখানেই সে ওই অপরাধগুলো করেছিল।

Bootstrap Image Preview