Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ষষ্ঠ আসরে বিপিএলে পাঁচ হ্যাটট্রিকের ইতিহাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:৩৭ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:৩৭ AM

bdmorning Image Preview


দেখতে দেখতে বিপিএল এখন শেষের দিকে। তবে এর মধ্যেই বিপিএল ষষ্ঠ আসর ছাড়িয়ে গেছে অন্য সকল আসরকে। চলতি আসরেই সর্বপ্রথম ব্যাক্তিগত পাঁচশ রানের মাইলফলকে পৌঁছেছে কোনো ব্যাটসম্যান। এছাড়া গেল পাঁচ আসরে যেখানে বোলারদের হাত থেকে এসেছিল মাত্র দুটি হ্যাটট্রিক। সেখানে চলতি আসরেই তিনটি হ্যাট্টিকের হ্যাট্টিক দেখলো বিপিএল ভক্তরা। চলমান আসরে বোলারদের হয়ে তৃতীয় হ্যাট্টিক করেছেন ঢাকা ডায়নামাইটসের ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় আন্দ্রে রাসেল।

বুধবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে হ্যাট্টিক করেন আন্দ্রে রাসেল। চিটাগং-এর ব্যাটিং ইনিংসের শেষ ওভারের প্রথম তিন বলে মুশফিকুর রহিম, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকাকে শিকার করে হ্যাট্টিক পূর্ণ করেন রাসেল। এবারের আসরে এটি তৃতীয় হ্যাট্টিক। টি-টোয়েন্টিতে এটি রাসেলের ক্যারিয়ারের তৃতীয় হ্যাট্রিটিক। এর আগে কোনো বোলারই তিনটি হ্যাটট্রিক করেত পারেননি। 

অন্যদিকে চলতি আসরে প্রথম হ্যাট্টিক করেছিলেন ঢাকা ডায়নামাইটসের আলিস আহমেদ। নিজেদের অভিষেক ম্যাচেই হ্যাট্টিক করেন এই স্পিনার। এরপর ষষ্ঠ আসরে দ্বিতীয় হ্যাট্টিক করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানী খেলোয়াড় ওয়াহাব রিয়াজ। খুলনা টাইটান্সের বিপক্ষে হ্যাট্টিক করেছিলেন রিয়াজ।

চলতি আসরের আগে বিপিএলে দু’বার হ্যাট্টিকের ঘটনা ঘটে। ২০১২ সালে বিপিএলের প্রথম হ্যাট্টিক করেন দুরুন্ত রাজশাহীর পাকিস্তানী খেলোয়াড় মোহাম্মদ সামি। ২০১৫ সালে বরিশাল বুলসের হয়ে হ্যাট্টিক করেন আল আমিন হোসেন।
অর্থাৎ, বিপিএলে এখন পর্যন্ত পাঁচটি হ্যাট্টিক করলেন বোলাররা।

Bootstrap Image Preview