Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভালোবাসার মানুষটির সম্পর্কে কতটা জানেন আপনি?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ১০:২৭ AM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ১০:২৭ AM

bdmorning Image Preview


ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়, বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না।

তবে বর্তমান সময়ে প্রেমে প্রতারণার হার যেন অদ্ভুতভাবেই বেড়ে গেছে। সম্পর্ক যেমন অহরহ তৈরি হচ্ছে, তেমনি হুট করে ভেঙেও যাচ্ছে। কী কারণে এমনটা হচ্ছে? অনেকগুলো কারণের মাঝে একটি হচ্ছে খুব ভালোভাবে না জেনেই তাড়াহুড়ায় সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সম্পর্কে জড়াবার পর মানুষটির নানান দিক আবিষ্কার করে আশাহত হওয়া।

আপনি কী প্রেম করছেন? তাহলে নিজেকে করুন এই প্রশ্নগুলি। চট করেই বুঝে যাবেন ভালোবাসার মানুষটির ব্যাপারে ঠিক কতটা জানেন আপনি। একইসঙ্গে পরিমাপ করতে পারবেন আপনাদের সম্পর্কের গভীরতাও।

ভালোবাসার মনুষের সঠিক ঠিকানা জানেন কি?

আপনার প্রিয় মানুষটি কোথায় থাকেন? কোথায় তার বাসার ঠিকানা, গ্রামের বাড়ির ঠিকানা- জানেন কি? ভাবছেন মোবাইল ফোনের যুগে এসব জানা জরুরি নয়। কিন্তু আসলে খুব জরুরি। কোনো একটা বিপদে কোথায় তাকে খুঁজে পাবেন, সেই তথ্য কি আপনি সঠিক ও বিস্তারিতভাবে জানেন?

ভালোবাসার মনুষের পারিবারিক পরিচয় জানেন কি?

ভালোবাসার মনুষের বিস্তারিত পরিচয় মানে কেবল পিতা-মাতা, ভাইবোনের নাম নয়। বরং আত্মীয়-স্বজনের ব্যাপারেও জানা। কে কী করেন, কী পেশা, কোথায় থাকেন ইত্যাদি জানাটাও কিন্তু দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্যে জরুরি। একজন মানুষের পরিবার-পরিজন সম্পর্কে বিস্তারিত জানলে তার পারিবারিক স্ট্যাটাস বা পরিবারের মানসিকতা সম্পর্কেও সহজেই জানা ও বোঝা যায়।

ভালোবাসার মনুষ কী করেন, পেশা কী, কত বেতন পান?

এই তথ্যটি আমরা অনেকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করি না। কিন্তু যার সঙ্গে আপনি জীবন শুরু করার কথা ভাবছেন, সেই মানুষটির পেশার ব্যাপারে বিস্তারিত জানতে হবেই। তার উপার্জিত অর্থ সৎ পথে উপার্জিত না অসৎ, তিনি কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত কি না ইত্যাদি জানা অত্যন্ত জরুরি। একইসঙ্গে এটাও জানা জরুরি যে তিনি যা উপার্জন করেন, সেটা বিবাহের জন্যে উপযুক্ত কি না।

তার স্বপ্ন ও আদর্শ কী? 

এমনটা কিন্তু অহরহ হয়। দুইটি মানুষ প্রেম করে কাছে আসে, সংসার পাতে, এক সময়ে বের হতে থাকে দুজনের আদর্শের পার্থক্য। আবার এমনও হয় যে আপনি যে মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখে চলেছেন, তার স্বপ্ন হয়তো অন্য কিছু নিয়ে। আর ভবিষ্যৎ স্বপ্নে আপনার জন্যে কোনো স্থান নেই। কিংবা তিনি যেমন ভবিষ্যৎ গড়তে চান, আপনার তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই। এমন অবস্থায় সম্পর্কে ফাটল ধরে, বিয়ে হলে ডিভোর্স হয়। তাই ভবিষ্যৎ পরিকল্পনা ও আদর্শের ব্যাপারে বিস্তারিত জেনে রাখা জরুরি।

যেকোনো সম্পর্ক একদিনে হয় না, তিল তিল করে গড়ে তুলতে হয় একটি সুন্দর সম্পর্ক। আর তার প্রথম ধাপ হচ্ছে পরস্পরের ব্যাপারে বিস্তারিত জানা।

Bootstrap Image Preview