Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৫:৩২ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৫:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর নামাজে জানাজায় অংশ নিয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন ছাত্রলীগ কর্মী হামিদ হাসান মিশকাত (২২)। আর তার একদিন পরেই সেই মিশকাতের নিহতের খবর সেই ফেসবুকে পোস্ট করেছেন তারই কোনো বন্ধু!

গতকাল সোমবার (২৮ জানুয়ারি) সকালে আ’ লীগ নেতার জানাজা ছবি পোস্ট করেন ছাত্রলীগ কর্মী হামিদ। ঐদিন দিবাগত রাতে চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন হামিদ। একই ঘটনায় সাইফুল ইসলাম রকি (২২) নামে তার এক বন্ধু নিহত হন।

ছাত্রলীগ কর্মী হামিদ হাসান মিশকাত (২২) সরকারি হাজি মুহাম্মদ মহসীন কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে উপজেলার পূর্বকলাউজানের শহর বানুর বাপের বাড়ির এলাকার মৃত মাওলানা ওসমানের বড় ছেলে। নিহত রকি গ্রামের বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার বলেন, ‘গতকাল মধ্যরাতে চন্দনাইশ দেওয়ানহাট এলাকায় ট্রাকের ধাক্কায় হামিদ হাসান মিশকাত ও সাইফুল ইসলাম রকি নামে দুই মোটরসাইকেল আরোহী আহত হন। ঘটনার অল্প সময়ের মধ্যেই সাইফুল ইসলাম রকি মারা যান। হামিদ হাসান মিশকাতকে প্রথমে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল এবং পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে ওই যুবকের মৃত্যু হয়।’

এদিকে মিশকাতের ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর নামাজে জানাজায় অংশ নেয়ার কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ নুরুল আলম চৌধুরীর জানাজায়।’

সেই পোস্টে আজ সকালে সাজিদ ইসলাম সজীব নামে মিশকাতের এক বন্ধু লিখেছেন, ‘মিশকাত কি জানতো? ....কিচ্ছু বলার নাই। এভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না। ....কোনো প্রশ্নের উত্তর পাবো না। আল্লাহ কারো প্রশ্নের উত্তর দিবেন না।’

এটি এম নোমান নামে আরেক বন্ধু লিখেছেন, ‘ভাগ্যের কি নির্মম লীলাখেলা, আজ তুই একজনের জানাজা পড়ে পোস্ট দিছিস, ২৪ ঘণ্টা না হতেই তোর মৃত্যুর খবর শুনতে হলো। কাল হয়তো তোর জানাজা পড়ে আমি পোস্ট করব। এইভাবে চলছে আমাদের জীবন। সবাইকে একদিন রবের কাছে চলে যেতে হবে তার ডাকে!’

Bootstrap Image Preview