Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে ১৬ একর সরকারি জমি উদ্ধার

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ১২:০২ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ১২:০২ PM

bdmorning Image Preview


নড়াইলের লোহাগড়ায় অবৈধ দখলদার থেকে ১৬ একর খাস জমি উদ্ধার করেছেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি)।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে উদ্ধার করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়।

জানা যায়, মধুমতি নদীতে ১৬ একর জমিতে চর জেগে ওঠায় স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল। প্রভাবশালীরা সরকারী কর্তৃপক্ষের বিনা অনুমতিতে এলাকার চাষীদের কাছে ওই জমি বর্গা ও ইজারা দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে আসছিল র্দীঘদিন ধরে।

লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এম. আরাফাত হোসেন জানান,সরকারের যথাযথ পদক্ষেপের মাধ্যমে উক্ত খাস জমির সীমানা নির্ধারন করে প্রথমে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়্। পরে সম্পূর্ণ দখল মুক্ত করে জমিতে সাইন বোর্ড টানানো হয়েছে। এখন এ জমি ভূমিহীন পরিবারে মাঝে বা সরকারের যে কোন উন্নয়ন মূলক কাজে ব্যবহার করা যেতে পারে। প্রভাবশালীরা যত বড় ক্ষমতাবান হোক না কেন, সরকারের নিয়মের বাইরে, সরকারি জমি কাউকে জোর করে  ভোগ দখল করতে দেওয়া হবে না।

তিনি আরো জানান, অত্র উপজেলায় আসার পর প্রভাবশালীদের হাত থেকে সরকারি জমি উদ্ধার অভিযান অব্যাহত আছে ভবিষ্যতে ও থাকবে। 

Bootstrap Image Preview