Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় ১৩৫  গুণীজনকে সংবর্ধনা প্রদান 

শামীম খান, মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০৬:৫২ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০৬:৫২ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


কোর্ট পিন হিসেবে দেয়া সোনার নৌকা ফিরিয়ে দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

রবিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে এ উপহারটি দিতে এসেছিলেন নাকোলের বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী রাম কৃষ্ণ দত্ত।

গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাইফুজ্জামান শিখর বলেন,‘আমি জনগণের ভালোবাসায় ও আকুন্ঠ সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। জনকল্যাণে আত্মনিয়োগ করে আমি এটির প্রতিদানে আজীবন সচেষ্ট থাকবো। আমার বাবা আছাদুজ্জামানের মতো মাগুরা মানুষের জন্য আমার জীবন উৎসর্গ করতে চাই। যার প্রতিদানে মানুষের ভালোবাসা ছাড়া আর কিছু চাই না। ফুলের শুভেচ্ছাই আমার জন্য যথেষ্ট’।

অনুষ্ঠানে নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমাউনুর রশিদ মুহিতের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম রফিকুল আলা, প্রাক্তন ছাত্র ব্রিগেডিয়ার জেনারেল ওহিদুল ইসলাম, পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, মোহাম্মদ খায়রুজ্জামান, এ্যাডভোকেট আব্দুল মজিদ, ডাক্তার এম জোহা, সুচিন্ত কুমার সাহা, এএফএম আসাদুজ্জামান, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মীর্জা সাইফুল ইসলাম, ডাক্তার জিল্লুর রহমান মুকুল, আলোকচিত্রী শাহিনুর,শহিদুল ইসলাম মিঠু প্রমুখ। 

এসময় নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের ১৩৫ জন প্রাক্তন  ও বর্তমান কৃতি শিক্ষার্থীদের গুণীজন হিসেবে সংবর্ধনা দেয়া হয়। যাদের মধ্যে রয়েছেন, প্রয়াত ভাষা সৈনিক একেএম হামিদুজ্জামান এহিয়া, সোহরাব হোসেন, মির্জা শওকত, প্রয়াত খ্যাতিমান সংগীত ব্যাক্তিত্ব ওস্তাদ মুন্সি রইস উদ্দিন, প্রয়াত সাহিত্যিক কবি ফররুখ আহমেদ, কবি কাদের নেওয়াজ, কবি গোলাম মোস্তফা।     

অন্যান্যদের মধ্যে ছিলেন কৃতি শিক্ষার্থীদের মাসহ  বীর মুক্তিযোদ্ধা, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, শিল্প উদ্যোক্তা। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে দুইশ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ২০ জন অসহায় দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Bootstrap Image Preview