Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্টুটগার্টকে ৪-১ গোলে উড়িয়ে দিলো বায়ার্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ১২:৪৮ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ১২:৪৮ PM

bdmorning Image Preview


বুন্দেসলিগায় এবারের আসরে ধুকতে থাকা স্টুটগার্টকে ৪-১ গোলে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের থেকে পয়েন্টের ব্যবধান কিছুটা হলেও কমাতে সক্ষম হয়েছে বেভারিয়ান্সরা। এই নিয়ে টানা সাত লিগ ম্যাচে জয় পেল বায়ার্ন। ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে বায়ার্নের থেকে ৬ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ডর্টমুন্ড।
শনিবার তলানির দল হ্যানোভারকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ডর্টমুন্ড জয়ের ধারা অব্যাহত রেখেছে।

ম্যাচের শুরুতেই পাঁচ মিনিটে থিয়াগো আলকানটারা গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু আত্মতুষ্টিতে ভুগতে থাকা বায়ার্নেল বিপক্ষে সমতা ফেরাতে খুব একটা সময় নেয়নি স্টুটগার্ট। ২৬ মিনিটে আনাসটাসিয়স ডোনিসের দুর পাল্লার শটে দারুনভাবে ম্যাচে ফিরে আসে উজ্জীবিত স্টুটগার্ট। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ক্রিস্টিয়ান জেন্টনারের আত্মঘাতি গোলে আবারো এগিয়ে যায় বায়ার্ন। ৭১ ও ৮৪ মিনিটে লিয়ন গোরেজকা ও রবার্ট লিওয়ানোদোস্কির গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। এর আগে ৬৫ মিনিটে পেনাল্টির সুযোগ নষ্ট করেছিলেন লিওয়ানোদোস্কি।

ম্যাচের শুরুতে থমাস মুলারের ক্রসে ডি বক্সের ভিতর লিওয়ানোদোস্কির বাজে ফিনিশিংকে গোল না পেলেও থিয়াগো কোন ভুল করেননি। জোড়ালো শটে পোস্টেও বাম কর্ণার দিয়ে বল জালে জড়ালে এগিয়ে যায় বায়ার্ন। ম্যাচে এগিয়ে গিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ২৬ মিনিটে ডোনিস ২৫গজ দুর থেকে দুর্দান্ত শটে স্টুটগার্টকে সমতায় ফেরান।

বিরতির পর নতুনভাবে খেলায় ফিরে এসে গোলের জন্য মরিয়া হয়ে উঠে বায়ার্ন। বদলী খেলোয়াড় সার্জি গানাবারির হাফ-ভলি জেন্টনারের ডিফ্লেকশনে জালে জড়ালে আত্মঘাতি গোলের লজ্জায় পড়ে সফরকারীরা। নিকোলাস গঞ্জালেজের শট কোনরকমে রুখে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

 এরপর তার আরেকটি শট পোস্টে লাগলে হতাশ হতে হয় স্টুটগার্টকে। এরপর একইভাবে বায়ার্নকে হতাশ করেন লিওয়ানোদোস্কি। মার্ক-অলিভার কেম্পের সাথে চ্যালেঞ্জে প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পোলিশ এই তারকা। ৭১ মিনিটে অবশ্য গোরেজকা আর কোন ভুল করেননি। জসুয়া কিমিচের পাস থেকে দলকে ৩-১ ব্যবধানের লিড এনে দেন গোরেজকা। ম্যাচ শেষের ছয় মিনিট আগে লিওয়ানোদোস্কি গোল করে ভুলের মাশুল দিয়েছেন।

Bootstrap Image Preview