Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সোলজায়েরের অধীনে ম্যানইউয়ের টানা অষ্টম জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০২:০৯ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০২:০৯ PM

bdmorning Image Preview


মূল ফরোয়ার্ডদের বাইরে রেখেও আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যা সোলজায়েরের অধীনে দুর্বার রেড ডেভিলদের টানা অষ্টম জয়।

ম্যানচেস্টার ইউনাইটেড এর হয়ে একটা স্বপ্ন যাত্রা চলছে ওলে গানার সোলশারের। তাঁর জাদুর পরশে, বড় ম্যাচেও অপ্রতিরোধ্য রেড ডেভিলরা।

অথচ ইনফর্ম মার্সিয়াল ও রাশফোর্ডদের মত ফরোয়ার্ডরাও ছিলেন একাদশের বাইরে গানারদের মাঠে, তাঁদেরই কাদিয়ে এফ এ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড।

পড়ন্ত ফর্মের কারনে যাকে নিযে উদ্বেগটা ছিলো বেশী, সাবেক ক্লাবের বিপক্ষে সেই অ্যালেক্সিস সানচেজ এর গোলে, ৩৩ মিনিটে লিড নেয় ইউনাইটেড। আর যার সহাতয়তা এই গোল, সেই লুকাকু নেপথ্য নায়ক আবারো, দু মিনিট পরই স্কোরলাইন দ্বিগুন, জেসে লিনগার্ডের গোলে।

পিয়েরে এমেরিক অবামেয়াং বিরতির ঠিক আসে ঘুরে দাঁড়ানোর কিঞ্চিৎ আশা দিয়েছিলেন স্বাগতিক দর্শকদের। কিন্তু আপ্রান চেষ্টাতেও আর গোল বের করতে পারেনি আর্সেনাল।

খেলা শেষের আট মিনিট আগে, অ্যান্থনি মার্সিয়াল এর গোলে জয় নিশ্চিত হয় ম্যান ইউর। ২০০৭ এ এমিরেটস নতুন হোম ভেন্যু হবার পর, ম্যানচেষ্টার ইউনাইটেড এর কাছেই সর্বোচ্চ ৬বার হারলো গানাররা। সোলজায়েরের অধীনে টানা অষ্টম জয়ে, দুই বছর পর আবারো পুরনো  জয়যাত্রা খুঁজে পেলো ইউনাইটেড।

 

Bootstrap Image Preview