Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেমিফাইনালের পথে এক পা বাড়াল রিয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ১১:০০ AM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ১১:০০ AM

bdmorning Image Preview


সবরকম প্রতিযোগীতা মিলিয়ে শেষ ন’ম্যাচে কোনও জয় আসেনি। এমতাবস্থায় বৃহস্পতিবার কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে অ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল জিরোনা। ফল যা হবার তাই হল। প্রথম লেগের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে কোপা দেল রে সেমিফাইনালের দিকে এক পা বাড়াল স্যান্তিয়াগো সোলারির ছেলেরা।

তবে বার্নাব্যু’র গ্যালারি নিশ্চুপ করিয়ে এদিন ম্যাচের সাত মিনিটে গোল করে এগিয়ে যায় জিরোনা। ঘরের মাঠে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরে আসতে যদিও বিশেষ সময় নেয়নি রিয়াল। ১১ মিনিটের ব্যবধানে স্প্যানিশ জায়ান্টদের হয়ে সমতাসূচক গোল করেন লুকাস ভ্যাসকুয়েজ। এরপর ক্রমশ চাপ বাড়িয়ে বিরতির আগে লিড নিয়ে নেয় লস ব্ল্যাঙ্কোসরা। বিরিতির তিন মিনিট আগে বক্সের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করে বসেন বিপক্ষের এক ডিফেন্ডার। স্পটকিক থেকে পানেনকা শটে বল জালে রাখেন অধিনায়ক সার্জিও র‍্যামোস।

বিরতির পর প্রত্যুত্তর হিসেবে পেনাল্টি আদায় করে নেয় জিরোনা। ৬৬ মিনিটে বক্সের মধ্যে রিয়াল ডিফেন্ডার মার্কোস লরেন্তের হাতে বল লাগলে স্পটকিক পায় জিরোনা। অধিনায়ক গ্র্যানেল দলকে সমতায় ফেরানোর সুযোগ হাতছাড়া করেননি। ২০১৪ চ্যাম্পিয়ন হওয়ার পর টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছতে পারেনি গত তিনবারের ইউরোপ সেরারা। তাই দ্বিতীয় গোল হজমের পর দুর্বল জিরোনার কাছে আটকে যাওয়ার চাপা শঙ্কা তৈরি হয় রিয়াল শিবিরে।

কিন্তু মাত্র তিন মিনিটের ঝোড়ো স্পেলে দুরন্ত জয় নিশ্চিত হয় সোলারির ছেলেদের। ৭৭ মিনিটে লেফট ব্যাক মার্সেলোর ক্রস থেকে দুরন্ত হেডে মাথা ছুঁইয়ে রিয়ালের ত্রাতা হিসেবে দেখা দেন সেই র‍্যামোস। কেরিয়ারের ১০২ তম গোলে দলের জয় নিশ্চিত করেন রিয়াল অধিনায়ক। ঠিক তিন মিনিট বাদেই ইনসিওরেন্স গোল তুলে নিয়ে সেমিফাইনালে দিকে দলকে এক পা এগিয়ে নিয়ে যান ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা। ভিনিসিয়াসের লো ক্রস থেকে ক্লোজ রেঞ্জ শটে স্কোরলাইন ৪-২ করেন তিনি।

Bootstrap Image Preview