Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চীনে উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৩:৩৯ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৩:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চীনে উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব নামের একটি সংগঠন।

বুধবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধন করে তারা।

মানববন্ধনের বক্তব্যে বিশ্ব সুন্নি আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি সুফি আহমেদ মোরশেদ বলেন, আমরা নিজ দায়িত্বে আজ এখানে এসেছি। চীনে যে নির্যাতনের ঘটনা ঘটেছে আমরা নিন্দা জানাই। আমরা অবিলম্বে নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামে মহানবী (সা.) এর মূল শিক্ষা মানুষকে ভালোবাসা ও সব মানুষের কল্যাণ সাধন এবং যেকোনো সৃষ্টি ক্ষতি থেকে বিরত থাকা। ইসলাম সব মানুষের নিরাপত্তা ও শান্তি ধারক বাহক এবং কোনো মুসলিমই সন্ত্রাসী নয় কোনো রাষ্ট্রের জন্য হুমকি নয়। আমরা চীনে উইঘুর মুসলিম নির্যাতন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা অবিলম্বে বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লব এর পক্ষ থেকে অবিলম্বে সকল রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করে নাগরিক হিসেবে মুসলিমদের স্বাভাবিক জীবন যাপনের সুযোগ দেয়ার আবেদন জানাচ্ছি।

একটি এলাকার সমগ্র জনগোষ্ঠী অপরাধী নয় উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, সালাফি ও ওহাবি সন্ত্রাসী মতবাদ ইসলামের নয় এবং মতবাদের অনুসারীরা মুসলিম নয় বরং ইসলাম থেকে বিচ্যুত। ইসরাইল, আমেরিকা ও সৌদি এবং ইরানি স্বৈরশাসক বিশিষ্ট কতিপয় সন্ত্রাসী দুষ্কৃতিকারীদের জন্য একটা সমগ্র জনগোষ্ঠীকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দেয়া অন্যায় এবং মানবতাবিরোধী অপরাধ।

এই মানববন্ধনে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব আল্লামা রায়হান রাহবার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আল্লামা আবু আবরার চিশতী, সুফিয়া আহমেদ, শেখ নইমুদ্দীন শোভন, মোকাররম হোসেন, আশরাফুল আলম ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আফরোজা তানজিম প্রমুখ।

Bootstrap Image Preview