Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এগিয়ে আসছে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৮:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যেহেতু সংরক্ষিত আসনে ভোটাভুটি হয়না, তাই নির্বাচনটা এগিয়ে আনতে চাইআগে ১৭ ফেব্রুয়ারির তফসিল ঘোষণার কথা বললেও তা এগিয়ে এনে ফেব্রুয়ারি ঘোষণা করা হবে এক সংবাদ সন্মেলনে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এদিকে হিজরা সংরক্ষিত আসনে প্রার্থী হতে পারবেন কি না এ বিষয়ে তিনি বলেন, সরকার ইতিমধ্যে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ভোটার হওয়ার ফরমে এখনো বিষয়টি অন্তর্ভূক্ত করেনি নির্বাচন কমিশন। সেখানে হিজড়া ব্যক্তি নিজেকে, নারী অথবা পুরুষ হিসেবে দাবি করার অপশন দেওয়া আছে।
হিজড়া তৃতীয় লিঙ্গ হিসেবে আছেন। তবে যদি ভোটার হওয়ার ফরমে কেউ নারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন, তিনি প্রার্থী হতে পারেন।

সংরক্ষিত আসনের নির্বাচন আইন অনুযায়ী, দেশের যে কোনো যোগ্যতাসম্পন্ন নারীই সংরক্ষিত আসনের প্রার্থী হতে পারবেন। তবে একজন প্রস্তাবক ও সমর্থক হতে হবে সংসদ সদস্যদের মধ্য থেকে।

এবার সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে বেশ কয়েকজন হিজড়া দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

Bootstrap Image Preview