Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নড়াইল সংরক্ষিত আসনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী অজিফা খানম 

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০১:১৫ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রী নড়াইল সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী অজিফা খানম।

সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে নড়াইল-১ ও নড়াইল -২ আসনে জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষে অজিফা খানম ভিন্ন রকম প্রচারণা ছিল চোখে পড়ার মত।

নির্বাচন পরবর্তী সময়ে স্থানীয় রাজনৈতিক মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে অজিফাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে চেয়ে প্রচারণা চালাচ্ছেন স্থানীয় নেতারা। জেলা শহর জুড়ে চলছে চায়ের আড্ডাতেও তাকে নিয়ে রয়েছে আলোচনা।

আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, অজিফা খানম সংসদ নির্বাচনে মাশরাফি বিন মর্তুজার পক্ষে কাজ করে সবার দৃষ্টি কেড়েছেন তিনি। সে কারণে সংরক্ষিত নারী আসন নিয়ে মানুষের আলোচনায় র্শীষে রয়েছেন অজিফা। 

এ ব্যাপারে অজিফা খানম বলেন, জনসেবা পরিবারের কাছ থেকে শিখে বড় হয়েছি। তাই নড়াইল সংরক্ষিত আসনের সাংসদ হলে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখবেন। এ ছাড়া সাস্প্রদায়িক ও মৌলবাদের বিরুদ্বে তিনি নারী সমাজকে জাগিয়ে তুলবেন ও নারী উন্নয়নের জন্য গুরত্ব দেবেন।  

Bootstrap Image Preview