Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গন্তব্যে পণ্য পৌঁছে দিবে রোবট কুকুর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০১:১৩ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০১:১৩ PM

bdmorning Image Preview


এবার মানুষের মতোই পণ্য বহন করে গন্তব্যে পৌঁছে দেবে রোবট। আর এ ধরনের রোবটের নাম দেয়া হয়েছে রোবো-ডগ।

এই রোবট তৈরী করেছে কন্টিনেন্টাল নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি লাস ভেগাসে কনজ্যুমার ইলেক্ট্রনিক্স শোতে (সিইএস) এ ধরনের রোবট ও চালকবিহীন ভ্যান প্রদর্শন করা হয়েছে। 

কন্টিনেন্টাল হলো জার্মানির অটোমেটিভ ফার্ম। তারা লাস ভেগাসে চার পা যুক্ত রোবো-ডগ প্রদর্শন করেছে। এক প্রদর্শনীতে দেখানো হয়েছে কিভাবে চালকবিহীন ভ্যান থেকে রোবো-ডগ পণ্য নামিয়ে তা সিঁড়ি বেয়ে গ্রহীতার দরজায় পৌঁছে দিচ্ছে।

রোবো-ডগ নামের রোবটটি চালকবিহীন গাড়িতে দেখা যাবে। গাড়িটি গন্তব্যে পৌঁছালে পণ্য নামিয়ে তা বাসায় গিয়ে পৌঁছে দেবে রোবো-ডগ। রোবো-ডগ সিঁড়ি বেয়ে উঠে যাবে ওপরে; দরজায় কলিং বেল টিপবে।  

Bootstrap Image Preview