Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে ইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০৯:৪৯ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০৯:৪৯ PM

bdmorning Image Preview


উপজেলা নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামিকাল সোমবার বিকেল ৩ টায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা যায়, বৈঠকে পঞ্চম উপজেলা নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনসংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।

ইসি সচিবালয়ের যুগ্ম সচিব আবদুল বাতেন বলেন, ইসির বৈঠকে উপজেলা নির্বাচনের তফসিল কবে নাগাদ ঘোষণা হতে পারে এবং কয় ধাপে ও কোন কোন তারিখে ভোট গ্রহণ হতে পারে, সে বিষয়ে আলোচনা হবে। আলোচনার ভিত্তিতে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সচিবালয় সূত্র জানায়, আগামী ২ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে তফসিল ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে। যেসব উপজেলার মেয়াদ আগে উত্তীর্ণ হবে, সেসব উপজেলায় আগে ভোট গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview