Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র রাতুলের

আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৫:৪৯ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৫:৪৯ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় নিখোঁজের ৪দিন পেরিয়ে গেলেও সন্ধান পাওয়া যায়নি রাতুল হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্রের।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুর থেকে রাতুলকে খুঁজে পাওয়া যায়নি। সে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের দিনমজুর উমর আলীর ছেলে। সে পাকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

এদিকে ছেলের সন্ধান না পেয়ে বুধবার সিংড়া থানায় সাধারণ ডায়েরী ( জিডি নং- ৩৯৩, তারিখ: ০৯.০১.১৯) করেছেন রাতুলের বাবা উমর আলী।

উমর আলী জানান, আমি একজন সাধারণ দিন মজুর। আমার ছেলে রাতুল পড়াশোনার পাশাপাশি চৌগ্রাম বাজারে দেলোয়ার হোসেনের মৎস্য আড়তে সহযোগীর কাজ করতো। মঙ্গলবার সকালে কাজ করার সময় মাছ পরিমাপক যন্ত্র ভেঙ্গে ফেলে। পরে রাতুল সেই পরিমাপক যন্ত্র উপজেলা সদরে মেরামতের জন্য নিয়ে আসার সময় নিখোঁজ হয়।

পরে আত্মীয় স্বজনদের বাড়িতে অনেক খুঁজাখুজি করা হয়েছে কিন্তু সন্ধান পাওয়া যায়নি। দুপুরে ছেলের ব্যবহৃত মোবাইলের দু'টি নম্বরে (০১৭৪৩-০৩৬৮৭২, ০১৪০০-১২০৯৪৬) ফোন গেলেও পরবর্তী থেকে বন্ধ বলছে।

গায়ের রং ফর্সা, উচ্চতা ৫.৬, মুখোমন্ডল লম্বাটে, চুল-কালো, গড়ন-হালকা পাতলা, নিখোঁজের সময় পড়নে জিন্স প্যান্ট ও টুপিওয়ালা খয়েরি রঙের জ্যাকেট এবং পায়ে বার্মিজ সেন্ডেল ছিল বলে জানান রাতুলের বাবা। 

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, রাতুলকে খুঁজে বের করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 



 

Bootstrap Image Preview