Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৮:২৯ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৮:৩১ PM

bdmorning Image Preview


প্রেক্ষাগৃহে সবাই একসাথে বসে পুরো পৃথিবীকে জানার সুযোগ থাকে। এজন্য এ চলচ্চিত্র উৎসবটি আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ বলে মন্তব্যে করেছেনসাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘ সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম। সাবেক অর্থমন্ত্রী বলেন, এটা শুধু বিনোদন নয় মেধা-মননশীলতায় পরিপূর্ণতা পাওয়ার যায়গা। আমি তরুণ প্রজন্মকে আহ্বান জানাই তারা যেনো এ উৎসবে এসে এখানে প্রদর্শিত চলচ্চিতগুলো দেখেন।

সভাপতির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এ ধরনের আয়োজন মানুষের মেধা বিকাশে ও সুস্থ বিনোদনের ধারাকে অব্যাহত রাখতে অবশ্যই প্রয়োজন। আমাদের জাতীয় জীবনে এ উৎসবের তাৎপর্য অত্যন্ত অর্থবহ।

নয় দিনব্যাপী চলচ্চিত্র উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এতে প্রদর্শিত হবে ৭২টি দেশের ২১৮টি চলচ্চিত্র। নির্বাচিত চলচ্চিত্রগুলো কয়েকটি সেশনে প্রদর্শিত হবে। সেশনগুলো হচ্ছে , এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্টোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেসন ফিল্ম, স্প্রিরিচুয়াল ফিল্মস, ইনপিপেন্ডট ফিল্ম এবং উইমেন্স ফিল্মস।

নগরীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন ও প্রধান মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তন এবং ব্লকবাষ্টার সিনেমায় উৎসবে ছবিগুলো প্রদর্র্শিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উৎসবের পরিচালক আহমেদ মুজতবা, উৎসব কমিটির কার্যকরী সদস্য ম.হামিদ, তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেকসহ বিশ্বের বিভিন্ন দেশের সম্মানিত নাগরিকবৃন্দ, আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্রকার, সাংবাদিক, চলচ্চিত্র সমালোচকরা, রেইবো ও অন্যান্যা চলচ্চিত্র সংসদের সদস্যরা।

Bootstrap Image Preview