Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাসে করেই টুঙ্গিপাড়া যাচ্ছেন মন্ত্রীরা, ফিরবেনও বাসে করে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ১০:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে বাসে করে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন মন্ত্রিপরিষদের সদস্যরা। বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে তারা ওই বাসে করেই ঢাকায় ফিরবেন।

আগামীকাল বুধবার (৯ জানুয়ারি)মন্ত্রীরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন বলে সূত্রে জানা গেছে।

মন্ত্রিসভার সদস্যরা বাসযোগে টুঙ্গিপাড়া গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তাজনিত কারণে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় যাবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী নিজেও বাসযাত্রায় শামিল হতে চেয়েছিলেন। কিন্তু তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা সংশ্লিষ্টরা তাকে হেলিকপ্টারে যেতে অনুরোধ করেন।

বাসযাত্রার বিষয়ে জানতে চাইলে ক্যাবিনেট সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য মন্ত্রীদের বাসে করে যাওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ব্যবস্থা করেছিল। তবে আগামীকাল (মঙ্গলবার) টুঙ্গিপাড়ায় মন্ত্রীদের বাসে করে যাওয়ার বিষয়টি যোগাযোগ মন্ত্রণালয় ব্যবস্থা করবে।’

বাসযাত্রার বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, মঙ্গলবার আমরা সবাই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য একসঙ্গে গেছি। এতে সময় যেমন বেচেছে, আলাদা করে গাড়িও ব্যবহার করতে হয়নি। ফলে জনসাধারণকে ভোগান্তি পোহাতে হয়নি। আগামীকালও আমরা বাসে করেই টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাবো।’

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু জানান, আগামীকালও (মঙ্গলবার) তারা বাসযোগে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা জানাতে যাবেন। সকাল সাতটায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে তারা রওনা দেবেন এবং বাসে করেই ফের ঢাকায় ফিরবেন।

এদিকে আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা। ঢাকা থেকে তারা বাসে করে স্মৃতিসৌধে যান। বাসযোগে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে এবং বঙ্গবন্ধুর কবরে মন্ত্রীদের শ্রদ্ধা জানানোর ঘটনা এবারই প্রথম।

Bootstrap Image Preview