Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রত্যাশিত জয় পেলো বার্সা, পয়েন্ট খোয়ালো অ্যাটলেটিকো ও রিয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ১১:০০ AM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ১১:০০ AM

bdmorning Image Preview


রবিবার বছরের প্রথম ম্যাচেই স্প্যানিশ লা লিগায় গেতাফের বিপক্ষে ২-১ গোলের প্রত্যাশিত জয় পেলো  টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা বার্সেলোনা। তবে এদিন লা লিগায় পয়েন্ট হারিয়েছে রিয়াল ও অ্যাটলেটিকো। ফলে শীর্ষস্থানটা আরো পাকাপোক্ত হলো মেসিদের। 

গেটাফে তাদের ঘরের প্রথমার্ধেই দুটি গোল আদায় করে নেয় বার্সা। হাফটাইমের আগেই একটি গোল শোধ করে গেটাফে৷ দ্বিতীয়ার্ধের খেলা গোলশূন্য থাকে৷ ২০ মিনিটের মাথায় বার্সার হয়ে প্রথম গোল করেন মেসি৷ লিগে এটি মেসির ১৬তম গোল। 

৩৯ মিনিটে ব্যবধান বাড়িয়ে দ্বিগুন করেন সুয়ারেজ৷ মেসির ফ্রি-কিক গেতাদের রক্ষণভাগ ঠিকঠাক বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল পেয়ে যান সুয়ারেজ। দুর্দান্ত এক ভলিতে লিগে নিজের ১২তম গোলটি করেন তিনি। ৪৩ মিনিটে ব্যবধান কমান জাইম মাতা৷ 

১৮ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ৪০। সেভিয়ার মাঠে ১-১ গোলে ড্র করা আতলেতিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৩। চতুর্থ স্থানে উঠে আসা আলাভেসের পয়েন্ট ৩১।

এদিকে স্যান্টিয়াগো বার্নাব্যু’তে প্রথম দশের বাইরে থাকা রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ০-২ গোলে হেরে বসে রিয়াল মাদ্রিদ৷ ম্যাচের একেবারে শুরুতেই পেনাল্টি পেয়ে যায় সোসিয়েদাদ৷ ৩ মিনিটের মাথায় উইলিয়ান জোস স্পট-কিক থেকে গোল করে ১-০ এগিয়ে দেন সোসিয়েদাদকে৷ প্রথমার্ধের শেষবেলায় লুকাসের শট পোস্টে প্রতিহত হওয়ায় ম্যাচে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া হয় মাদ্রিদের৷

৬১ মিনিটের মাথায় জোড়া হলুদ কার্ড দেখার দায়ে লুকাসকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেন রেফারি৷ ফলে শেষ আধ ঘণ্টা সময় ১০ জনে খেলতে হয় মাদ্রিদকে৷ সেই সুযোগে ৮৩ মিনিটে উইলিয়ানের পাস থেকে গোল করে স্কোর-লাইন ২-০ করেন রুবেন পারদো৷ দ্বিতীয়ার্ধে মাদ্রিদের একটি পেনাল্টির আবেদন নাকচ করে রেফারি৷ এই ম্যাচে হারের ফলে রিয়াল মাদ্রিদ ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে গেলো৷ সোসিয়েদাদ সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অপ্রত্যাশিতভাবে ১২ নম্বরে উঠে আসে৷

Bootstrap Image Preview