Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘আমি ফেল করব না’ দায়িত্ব পেয়ে বললেন লোটাস কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৮:২৫ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৯:৩৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


‘আমি মিথ্যা আশ্বাস দিব না, আমি ফেল করব না’ বলে সাবেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন,আমাদের সাথে প্রধানমন্ত্রী আছেন, আমার শিক্ষা ও অর্জিত জ্ঞান দিয়ে অর্থমন্ত্রণালয়কে এগিয়ে নেব।

আজ রবিবার ৬ জানুয়ারি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পরে রাজধানীর শেরে বাংলায় পরিকল্পনা কমিশনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দাযিত্ব পাওয়া মুস্তফা কামাল বলেন, উন্নত বিশ্বের ন্যায় আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের সমন্ময় করে কাজ করবো। এতে জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পুরণে সক্ষম হবো।

তিনি বলেন, অর্থমন্ত্রণালয় যেভাবে এতোদিন চলছিল সেভাবে আর নয়, অর্থ মন্ত্রণালয় বদলে যাবে। অর্থমন্ত্রণালয়ের পরিসরও অনেক বাড়বে। কাল থেকেই নতুন করে যাত্রা শুরু হবে।

এসময় এক প্রশ্নের জবাবে সাবেক এই পরিকল্পনামন্ত্রী বলেন, সব সমস্যার সমাধান হবে। আমি সে লক্ষ্যেই কাজ করব। আমি আগে দেখব কোন কান জায়গায় কি কি সমস্যা আছে বা কি অবস্থায় আছে তারপর কাজ করবো। আমি কাজ করবো নাম্বার বেইজ, অবজেকটিভ বেইজ এবং টাইম বেইজ।

Bootstrap Image Preview