Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক পোয়া মাছের দাম আড়াই লাখ টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৩:০৪ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৩:০৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি সামুদ্রিক পোয়া মাছ। মাছটি বিক্রি হয়েছে আড়াই লাখ টাকায়।

শনিবার সকালে টেকনাফ শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার আব্দু শুক্কুরের জালে ওই বড় পোয়া মাছটি ধরা পড়ে।

ট্রলারের মালিক আব্দু শুক্কুর জানান, শনিবার আমার ট্রলারের জেলেরা সাগরে মাছ ধরতে গেলে পোয়া মাছটি ধরা পড়ে। মাছ শিকার শেষে দুপুরে শাহপরীর দ্বীপ জেটিঘাটে ফিরলে স্থানীয় মাছ ক্রেতারা মাছটি কিনতে আগ্রহ দেখান। পরে ক্রেতা লালুর কাছে দুই লাখ ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।

মাছটির ক্রেতা লালু বলেন, ৩৫ কেজি ওজনের কালো রঙের পোয়া মাছটি আড়াই লাখ টাকায় কিনে কক্সবাজার নিয়ে যাচ্ছি। আশা করছি দ্বিগুণ দামে মাছটি বিক্রয় করতে পারব।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, পোয়া মাছের ইয়ার ব্লাডার নামক অংশটি সবচেয়ে মূল্যবান। এটি ওষুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

প্রসঙ্গত গত নভেম্বর মাসে সেন্টমার্টিনের জেলে আবদুল গণির জালে ধরা পড়েছিল এ রকম ৩৫ কেজি ওজনের একটি পোয়া মাছ। তবে সেই মাছটি বিক্রি হয়েছিল ৮ লাখ টাকায়।

Bootstrap Image Preview