Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১, হেলপার আটক

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০২:৫৩ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview


সাতক্ষীরা শহরের বাঙ্গালের মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হোটেল রাধুনী এক মহিলা নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাকের হেলপার ও ট্রাকটিকে জব্দ করেছে।

রবিবার (৬ জানুয়ারি) বেলা ১১ টার দিকে শহরের সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঙ্গালের মোড় নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত হোটেল হোটেল রাধুনীর নাম মনোয়ারা খাতুন (৪০)। তিনি শ্যামনগর উপজেলা গোবিন্দপুর গ্রামের শহর আলীর স্ত্রী। 

এদিকে আটক হেলপারের নাম আবুল কাসেম। সে শহরের বাটকেখালী গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে। 

সাতক্ষীরা সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, সার্ভিসিংয়ের কাজ শেষে বাঙ্গালের মোড় এলাকার একটি অটো সার্ভিসিং সেন্টার থেকে ট্রাকটি চালিয়ে রাস্তায় তুলছিল হেলপার আবুল কাসেম। এসময় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন শহরের রশিদ হোটেলের রাধুনি মনোয়ারা খাতুন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটিকে জব্দ করে এবং হেলপার আবুল কাসেমকে আটক করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

 

Bootstrap Image Preview