Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট 

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০২:৩২ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview


সালথায় মুক্তিযোদ্ধার বাড়িতে দুধর্ষ চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (৬ জানুয়ারি) ভোর রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামে বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন মুন্সীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। 

বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন জানান, রবিবার ভোর রাত আনুমানিক ৪ টার দিকে তার বাড়ির ঘরের টিন কেটে দরজা খুলে ঘরে প্রবেশ করে মুখে কালো কাপড় বাধা দুইজন চোর।

এসময় ঘরে ঘুমিয়ে থাকা মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, স্ত্রী কোহিনুর বেগম, পুত্রবধূ, নাতী ও ছোট কন্যা চিৎকার চেচামেচি করতে গেলে চোরেরা অস্ত্র ঠেকিয়ে জীবন নাশের হুমকি দিলে সবাই জীবনের ভয়ে চুপ করে থাকেন। তখন চোরেরা আলমারী ভেঙ্গে প্রচুর নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

চুরির ঘটনার সময় ঘরের বাহিরে পাহারায় আরো লোক থাকার সংকেত পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে বলে জানান মুক্তিযোদ্ধার স্ত্রী কোহিনুর বেগম। 

মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের বড় ছেলে সোহাগ রেজা ঢাকায় মাইটিভিতে চাকরি করেন। ছোট ছেলে সবুজ মুন্সী পুলিশের চাকরি করেন। ছোট মেয়ে ঢাকায় লেখাপড়া করেন। বাড়িতে স্ত্রী, পুত্রবধূ ও নাতী থাকেন। ছোট মেয়ে দুইদিন আগে ঢাকা থেকে বাড়িতে এসেছেন। 

সালথা থানার তদন্ত অফিসার মো: আহাদুজ্জামান মিয়া বলেন, চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

Bootstrap Image Preview