Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ

জাহিদ হাসান মাহমুদ মিমপা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০১:০৪ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০১:০৪ PM

bdmorning Image Preview


শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডায় উত্তরের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের জনজীবন বিপর্যস্ত। গত এক সপ্তাহ ধরে হিমেল বাতাস আর কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মানুষ প্রচন্ড ঠান্ড উপেক্ষা করে জীবিকার তাগিদে রাস্তায় বের হচ্ছেন। 

অন্যদিকে বেড়েছে নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ। যার শিকার হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় তাও দেখা মেলে না সূর্যের। গত এক সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জে এই অবস্থা চলছে। শীতের তীব্রতার কারণে কৃষিজীবী ও দিনমজুররা ঠিকমত কাজে যেতে পারছেন না।

এর ফলে তারা পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছেন। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশুনা। বিশেষ করে তীব্র শীতে বৃদ্ধ ও শিশুরা কষ্ট পাচ্ছে সবচেয়ে বেশি। সর্দি-কাশি, ঠান্ডাজনিত ডায়রিয়া, নিউমোনিয়া, চর্মরোগসহ বিভিন্ন রোগে ভুগছেন তারা। অভাবী ও ছিন্নমূল মানুষ গরম কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছে। এছাড়া গৃহপালিত পশু নিয়েও বিপাকে পড়েছে কৃষকরা।

শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সফিকুল ইসলাম জানান, শীত বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালে শিশু ও ডায়রিয়া বিভাগে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। তবে এ সময় শিশুদের নিয়ে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করার কথাই বলছেন তিনি। 
 

Bootstrap Image Preview