Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বকেয়া বেতন-ভাতার দাবিতে উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০১:০১ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০১:০১ PM

bdmorning Image Preview


রাজধানীর উত্তরায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় নেমে এসেছে উত্তরায় অবস্থিত বিভিন্ন গার্মেন্টস এর শতশত কর্মীরা।

রবিবার (৬ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে তারা উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে অবস্থান নেন।

বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উত্তরা আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নিয়ে ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছে তারা। বিক্ষোভের খবর পেয়ে ঢাকার উত্তর খান ও দক্ষিণখান এলাকা থেকেও শ্রমিকরা এসে সড়কে অবস্থান নেয়।

এই ঘটনার ব্যাপারে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, বেতন-ভাতা পরিশোধের দাবিতে তারা উত্তরার মূল সড়কে অবস্থান নিয়েছে। পুলিশ তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে। বর্তমানে উত্তরার আব্দুল্লাহপুর সড়কের একপাশে সীমিতভাবে যান চলাচল করছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview