Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটের পর নগরীজুড়ে পুলিশের বিশেষ অভিযান শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ১০:৪২ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ১০:৪২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ভোটের পর নতুন সরকার গঠনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম নগরীজুড়ে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। শনিবার (৫ জানুয়ারি) বিকেলে নগরীর ১৬ থানা এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে একযোগে অভিযান শুরু হয়।

নগর পুলিশের আট জোনের আটজন সহকারী কমিশনার এতে নেতৃত্ব দেন। অস্ত্র ও মাদক উদ্ধার এবং জঙ্গি-উগ্রপন্থী ও অপরাধী ধরতে এই অভিযান বলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযানে বিভিন্ন যানবাহনের পাশাপাশি পথচারীদেরও তল্লাশি করা হয়। তবে প্রথম দিনের তল্লাশিতে কোনো মাদক ও অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়নি। অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান

অভিযানের বিষয়ে পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান, ‘জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। নতুন মন্ত্রিসভা অচিরেই গঠিত হবে। নতুন সরকার গঠনকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছি।’

Bootstrap Image Preview