Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওসির হস্তক্ষেপে বৃদ্ধা মর্জিনার ঠাঁই হলো সন্তানের ঘরে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৬:০৭ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৬:০৯ PM

bdmorning Image Preview


সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

ছেলেদের অবহেলার শিকার সিংড়ার ষাটোর্ধ্ব বৃদ্ধা মর্জিনা বেওয়ার ঠাঁই হলো সন্তানের ঘরে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের সহযোগিতায় রাস্তার সেই ষাটোর্ধ্ব বৃদ্ধার দায়িত্ব নিলেন তার ছেলে মহাব্বত প্রামাণিক ও গ্রাম্য মাতবররা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) সিংড়া উপজেলা সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সিংড়া থানার এএসআই গোলজার হোসেন এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী সাইফুল ইসলাম।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বেলোয়া গ্রামের মৃত মছির উদ্দিন প্রামাণিকের স্ত্রী ষাটোর্ধ্ব বৃদ্ধা মর্জিনা বেওয়া দীর্ঘদিন ধরে ছেলেদের অবহেলার শিকার হয়ে আসছিলেন। পরে বিষয়টি সিংড়া থানা পুলিশ জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় সেই অবহেলিত বৃদ্ধাকে তার ছেলের কাছে দায়িত্ব বুঝে দেয়া হয়। আর কোন দিন ‘মা’ কে অবহেলা করবে না মর্মে ছেলের কাছ থেকে নেয়া হয় মুচলেখা।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বৃদ্ধা মা'কে অবহেলা করা খুবই কষ্টকর। বিষয়টি জানার পর ষাটোর্ধ্ব বৃদ্ধা মর্জিনা বেওয়ার দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে তার পরিবারের সদস্যদের কাছে।

Bootstrap Image Preview