Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধণা প্রদান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৪:৪১ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৪:৪১ PM

bdmorning Image Preview


রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ

'দূর হোক অজ্ঞতার অমানিশা, সুশিক্ষাই দেখাবে আলোর দিশা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ শনিবার দুপুরে আশাশুনি উপজেলার কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোর পথে নামক একটি স্বেচ্ছাসেবী ছাত্রকল্যাণমূলক সংগঠনে আয়োজনে এ সংবর্ধণা প্রদান করা হয়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীদের এই সংবর্ধণা দেওয়া হয়।

আলোর পথে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ হোসেনের পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও আলোর পথে সংগঠনের সভাপতি আবু সাদেকের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক রইচ উদ্দীন গাজী, কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, চেউটিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার খালিদ হোসেন, আলোর পথে সংগঠনের উপদেষ্টা এস এম অরিফুজ্জামান, সেলিনা পারভীন, সদস্য শরিফুল ইসলাম, বাকি বিল্লাহ, অভিভাবক আব্দুর রউফ মোড়ল প্রমুখ।

প্রতিবছর মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধণা দেয়ায় আলোর পথে নামক একটি স্বেচ্ছাসেবী ছাত্রকল্যাণমূলক সংগঠনে কর্মকর্তাদের ধন্যবাদ জানান বক্তারা।

Bootstrap Image Preview