Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে পুনাকের শীতবস্ত্র পেল চরের ৫৫০ পরিবার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৩:৫৪ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৩:৫৪ PM

bdmorning Image Preview


বগুড়া জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ধুনট উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের ৫৫০ হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সহড়াবাড়ি যমুনা নদীর ঘাট এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বগুড়া পুলিশ সুপার পত্নী ও পুনাকের সভানেত্রী রোমানা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার ও পুনাক উপদেষ্টা আলী আশরাফ ভূঞা বিপিএম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে ডিএসবি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান (সার্কেল ধুনট-শেরপুর), অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল (সার্কেল গাবতলী), সহকারী পুলিশ সুপার রোকসানা ইসলাম, নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুনজুরী ইসলাম, সহসভাপতি শিরিন আক্তার, কোষাধ্যক্ষ রওশন আরা, সদস্য শুকলা পাল পিয়া, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ও পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম প্রমুখ।            
     

Bootstrap Image Preview