Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাফর আলমকে মন্ত্রী হিসেবে দেখতে চান চকরিয়া-পেকুয়াবাসী

(চকরিয়া-পেকুয়া) কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৩:৩৪ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৩:৩৪ PM

bdmorning Image Preview


গত ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বধীন মহাজোট বিপুল ব্যবধানে আসন পেয়ে জয় লাভ করে সরকার গঠন করে। তার মধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগ নেতৃত্বধীন মহাজোট মনোনীত প্রার্থী আলহাজ্ব জাফর আলম ২ লাখ ১৭ হাজার ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়। এটা বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় হিসেবে থাকবে।

কারণ ১৯৭৩ সাল থেকে আওয়ামী লীগ থেকে কেউ সংসদ সদস্য নির্বাচিত হতে পারে  নাই। আওয়ামী লীগ ৪৫ বছর পর্যন্ত চকরিয়া-পেকুয়া আসনে সংসদ সদস্যর স্বাদ নিতে পারে নাই। ১৯৭৩ সালের পর থেকে এ আসনটি বিএনপি, জামাত ও জাতীয় পাটির অধীনে ছিল।দীর্ঘ ৪৫ বছর পর চকরিয়া পেকুয়া আসনটি উদ্ধার করতে পেরে চকরিয়া পেকুয়ার আওয়ামী লীগের নেতাকর্মীর খুব আনন্দিত ও উজ্জীবিত। চকরিয়া-পেকুয়ার আওয়ামী লীগের একটা দাবি নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমকে মন্ত্রী হিসেবে মনোনীত করা।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, বিএনপি সরকারের আমলে সালাহ্উদ্দিন আহমেদ যোগাযোগ প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় পেকুয়ায় অনেক উন্নয়ন করছে, সে তুলনায় আমরা চকরিয়াবাসী পিছিয়ে আছি। তাই সাংসদ আলহাজ্ব জাফর আলমকে মন্ত্রী নির্বাচিত করা হলে চকরিয়ার পাশাপাশি অনেক উন্নয়ন হবে।

মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা বলেন, মাতামুহুরিকে একটি পুনাজ্ঞ উপজেলা হিসেবে রুপান্তর করা খুব জরুরী। দীর্ঘ দিন চকরিয়া-পেকুয়ায় থেকে আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধি না থাকায় চকরিয়া পেকুয়াবাসী অবহেলিত। আজ ৪৫ বছর পরে আমরা নির্বাচিত প্রতিনিধি পেয়েছি।সে প্রতিনিধি আলহাজ্ব জাফর আলম মন্ত্রী নির্বাচিত হলে মাতামুহুরিকে প্রশাসনিক উপজেলা হিসেবে রুপান্তর হবে।

চকরিয়া পৌরসভার আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু বলেন, আজ আমরা আনন্দিত দীর্ঘ ৪৫ বছর পর সাংসদ পেয়েছি। যোগ্য প্রার্থীর অভাবের কারণে আমরা দীর্ঘ দিন উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য প্রার্থী দেওয়ার কারণে বিএনপির দুর্গকে ভেঙ্গে দিয়েছি। ২ লাখ ১৭ হাজার ভোটের ব্যবধানে এমপি পেয়েছি।সে আমাদের প্রিয়নেতা জাফর আলমকে মন্ত্রী নির্বাচিত করে চকরিয়া-পেকুয়ার মেঘা প্রকল্প গুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি করছি।

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, আমরা পেকুয়াবাসী সাংসদ আলহাজ্ব জাফর আলমকে মন্ত্রী হিসেবে দেখতে চাই,তাহলে আমরা পেকুয়াকে পৌরসভা হিসেবে আদায় করতে সক্ষম হব।

এদিকে চকরিয়া-পেকুয়ার সাধারণ জনগণ মনে করেব,জাফর আলম যদি মন্ত্রী নির্বাচিত হয় চকরিয়ার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে,শিক্ষাব্যবস্থার উন্নত হবে, লবণ চাষীরা ন্যায্য মূল্য লবণ রপ্তানী করতে পারবে ও অন্যন্যা ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে।

সুতরাং চকরিয়া-পেকুয়াবাসীর একটা দাবি নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব জাফর আলমকে মন্ত্রী হিসেবে পাওয়া।

Bootstrap Image Preview