Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একটি শর্তে রিয়ালে যেতে প্রস্তুত নেইমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৩:১৮ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৩:২০ PM

bdmorning Image Preview


২০১৩ সালে নেইমারকে দলে নেওয়ার জন্য লড়াইয়ে ছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার। শেষমেশ কাতালান ক্লাবেই যোগ দেন ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান। তবে বার্সাতে কয়েক মৌসুম থাকার পরই ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইতে বিপুল অর্থের বিনিময়ে যোগ দেন তিনি।

তবে নেইমারকে নেওয়ার জন্য ফের একবার ইচ্ছা প্রকাশ করেছেন রিয়াল কর্তৃপক্ষ। অন্যদিকে প্যারিস ছাড়তে চান নেইমার। চলতি মৌসুমে শুরুটা ভালো হয়নি ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। যার ফলে কোচ লোপেটেগুইকেও সরিয়ে দেয় তাঁরা। নিয়োগ দেন নতুন কোচ করে সান্তিয়াগো সোলারিকে।

তবে রিয়ালে যোগ দেওয়ার জন্য একটি শর্ত রেখেছেন ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান। ডন ব্যালনের রিপোর্ট অনুযায়ী, নেইমার ততক্ষণ রিয়ালে যোগ দেবেন না, যতক্ষণ সান্তিয়াগো সোলারি রিয়ালের কোচ আছেন। কারণ সোলারির কোচিংয়ে রেয়ালের তেমন সাফল্য তিনি দেখতে পাচ্ছেন না। যে কারণে সোলারিকে সরালে তিনি যোগ দিতে পারেন।

এক ইসঙ্গে শোনা যাচ্ছে, নেইমার রিয়াল কোচের পদের জন্য একটি নাম প্রস্তাব করেছেন। তিনি হলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী কোচ লুইস ফিলিপ স্কোলারি। ২০১৪ বিশ্বকাপের দায়িত্বেও তিনি ছিলেন। তবে সেমিতে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে হারার দায়িত্ব ছেড়ে দেন। এখন ব্রাজিলের পামেইরাসের কোচ তিনি।

Bootstrap Image Preview