Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্লোব সকার অ্যাওয়ার্ডে রোনালদোর হ্যাটট্রিক শিরোপা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৯:৫২ AM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৯:৫২ AM

bdmorning Image Preview


বছর শুরু হতে না হতেই ক্রিশ্চিয়ানোর মুকুটে যোগ হলো নতুন পালক। ২০১৭ এবং ২০১৮ সালের পর তৃতীয় বারের মতো বছরের সেরা ফুটবলার হিসেবে ২০১৯ গ্লোব সকার অ্যাওয়ার্ড পেলেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়।

ফিফা দ্য বেস্ট এবং ব্যালন ডি অর’র পর গ্লোব সকার অ্যাওয়ার্ডকেই বিশ্বফুটবলের তৃতীয় সর্বোচ্চ সম্মান হিসেবে ধরা হয়। বর্ষসেরা হওয়ার দৌড়ে রোনালদো পিছনে ফেলেছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আতোয়াঁ গ্রিজম্যান ও কিলিয়ান এমবাপেকে। বর্ষসেরা হওয়ার পাশাপাশি দুবাইতে এদিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে সমর্থকদের বিচারে সেরার শিরোপাও ছিনিয়ে নেন ক্রিশ্চিয়ানো।

মূলত গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে দুরন্ত পারফরম্যান্সের ফলাফল হিসেবে এই সম্মান পেলেন রোনালদো। সম্মান পেয়ে আপ্লুত রোনালদো সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। ক্যাপশন হিসেবে লেখেন, নতুন বছরে দুর্দান্তভাবে শুরু হল। আমাকে সমর্থনের জন্য ধন্যবাদ।’

একই অনুষ্ঠানে বর্ষসেরা কোচের সম্মান ছিনিয়ে নেন দিদিয়ের দেশঁম। রাশিয়ার মাটিতে ফ্রান্সের বিশ্বজয়ে যার ভূমিকা ছিল অনস্বীকার্য। ১৯৯৯ ফুটবলার হিসেবে বিশ্বজয়ী দলের সদস্য হওয়ার পাশাপাশি কোচ হিসেবেও দেশকে বিশ্বসেরা করে নজির গড়েন দেশঁম। 

এই অনুষ্ঠানেই প্লেয়ার কেরিয়ার অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। আর ক্রিশ্চিয়ানোর এজেন্ট জর্জ মেন্দেজকে ‘এজেন্ট অফ দ্য ইয়ার’ সম্মানে ভূষিত করেছে গ্লোব সকার।

উল্লেখ্য রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগদান করার পরেও সমান কথা বলছে ক্রিশ্চিয়ানোর বুটজোড়া। এই মুহূর্তে সিরি-এ’র শীর্ষেই রয়েছে তুরিনের ক্লাবটি। ফিফা দ্য বেস্ট কিংবা ব্যালন ডি’অর হাতছাড়া হলে গ্লোব সকারের শিরোপাটি তাকে কিছুটা হলেও স্বস্তি দেবে। 

Bootstrap Image Preview