Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওরাও থাকুক ভালোবাসার ওমে

গাজী আনিস, ডিআইইউ প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ০৭:৫৯ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ০৭:৫৯ PM

bdmorning Image Preview


'ওরাও থাকুক ভালোবাসার ওমে' শিরোনামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছেন আমার চুয়াডাঙ্গা নামের স্বেচ্ছাসেবী সংগঠন।

১ জানুয়ারি-২০১৯ মঙ্গলবার চুয়াডাঙ্গার সদর উপজেলার দিগড়ী গ্রামে অসহায় দরিদ্র মানুষের মাঝে এবং দিগড়ী কওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের ছাত্রদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছেন তারা।

এ সময় আমার চুয়াডাঙ্গার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আসিফ আনজুম পিয়াস, আব্দুল্লাহ আল মামুন, সুজন মাহমুদ বিহাল, বিজয় আহমেদ, প্রদীপ কুমার, আব্দুল ওহাব, পার্থ দাস নিখিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সমাজসেবক মো. খাইরুল বিশ্বাস বলেন, এই কন কনে শীতে দরিদ্র অসহায় মানুষের জন্য সহায়তা আনার জন্য আমার চুয়াডাঙ্গার সদ্যস্যদের প্রতি আমরা কৃতজ্ঞ।

আমার চুয়াডাঙ্গা কর্মসূচি সমন্বয়ক আব্দুল ওহাব বলেন, চুয়াডাঙ্গা জেলাতে শীতের প্রভাব বেশি। গ্রামের দরিদ্র অবহেলিত মানুষগুলো যাতে শীতে কষ্ট না পায় এজন্যই  আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। হৃদয়বান মানুষদের সহযোগিতার মাধ্যমে আমরা এই আয়োজন করেছি।

আমার চুয়াডাঙ্গা মূলত একটি ফেসবুক গ্রুপ। জেলা সদরের দিগড়ী গ্রামের বিল পাড়ায় তরুণদের ফেসবুকভিত্তিক সংগঠন এটি। তবে বর্তমানে এখানের সদস্যরা সাংগঠনিকভাবে উন্নয়নমুখী নানান কাজে নিজেদের যুক্ত রেখেছেন।

শুধু শীতবস্ত্র উপহার কার্যক্রমই নয়, সংগঠনটি জেলার তরুণদের মধ্যে জেলার ইতিহাস এবং ঐতিহ্য ছড়িয়ে দেওয়া ও শ্রেয়বোধ তৈরিতে নানা ধরণের কাজ করে যাচ্ছে।

Bootstrap Image Preview