Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংসদ সদস্য হলেন ২২ নারী

নারী ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৪:৪০ PM

bdmorning Image Preview


সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক নারী নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল ৬৯ জন।

বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনের মধ্যে সর্বোচ্চ। তাদের মধ্যে নির্বাচনে বিজয়ী হয়েছেন ২২ জন। তবে বিজয়ী নারীদের মধ্যে ১৯ জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের।

আওয়ামী লীগের নারী সংসদ সদস্যরা হলেন, গোপালগঞ্জ-৩: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফরিদপুর-২: সাজেদা চৌধুরী

শেরপুর-২: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

রংপুর-৬: স্পিকার শিরীন শারমিন চৌধুরী

ঢাকা-১৮: সাহারা খাতুন

চাঁদপুর-৩: ডা. দীপু মনি

খুলনা-৩: বেগম মন্নুজান সুফিয়ান

মুন্সীগঞ্জ-২: সাগুফতা ইয়াসমিন এমিলি

গাজীপুর-৪: সিমিন হোসেন রিমি

গাজীপুর-৫: মেহের আফরোজ চুমকি

যশোর-৬: ইসমত আরা সাদেক

কক্সবাজার-৪: শাহীন আক্তার

মানিকগঞ্জ-২: মমতাজ বেগম

বাগেরহাট-৩: হাবিবুন নাহার

কুমিল্লা-২: সেলিমা আহমাদ মেরী

নেত্রকোনা-৪: বেগম রেবেকা মোমিন

সুনামগঞ্জ-২: জয়া সেনগুপ্ত

গাইবান্ধা-২: হাবুব আরা গিনি ও

নোয়াখালী-৬: আয়েশা ফেরদাউস।

এছাড়া জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন,

ময়মনসিংহ-৪: দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ

বরিশাল-৬ সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের স্ত্রী নাসরিন জাহান রত্না ও

ফেনী-২: জাসদের (ইনু) শিরীন আখতার নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন।

এর আগে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ জন প্রার্থীর মধ্যে পাঁচজন, ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬ প্রার্থীর মধ্যে আটজন, সপ্তম সংসদ নির্বাচনে ৩৮জন প্রার্থীর মধ্যে ছয়জন, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ জন প্রার্থীর মধ্যে ১৯ জন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯ জন প্রার্থীর মধ্যে ১৮ জন নারী প্রার্থী নির্বাচিত হয়েছিলেন।

Bootstrap Image Preview