Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংসদের সাবেক স্পিকারের স্ত্রীর মৃত্যুতে বনানীর বাসভবনে প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১০:৩৯ AM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১০:৩৯ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের স্ত্রী সবুরা মালেকের মৃত্যুতে বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাতে সবুরা মালেকের বনানীর বাসায় যান প্রধানমন্ত্রী। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং মরহুমার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

শেখ হাসিনা তাদেরকে সান্তনা দেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বার্তায় সবুরা মালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পৃথক শোক বার্তায় সবুরা মালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সবুরা মালেক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সবুরা মালেক দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দুই পুত্র ও পাঁচ কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

Bootstrap Image Preview